বৈষম্যের শিকার সার্ভে ডিপ্লোমা ইন্জিনিয়াররা, পিএসসির সুপারিশ বাস্তবায়ন করেনি বিগত সরকার
সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা।
বৈষম্য নিরসনে উচ্চ আদালত ও বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়িত করেনি। এ নিয়ে সার্ভে ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ারস অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হয়েছে।
২০০৫ সালে শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো উপ-সহকারী প্রকৌশলীদের বেতন স্কেল দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে অনুরোধ জানায় সরকারকে। এ ছাড়া ২০১৩ ও ২০১৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটি কল্যাণ শাখা থেকে তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করে অর্থ সচিবকে চিঠি দেয়। এরপর ভূমি মন্ত্রণালয় ২০১৮ ও ২০১৯ সালে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এবং সমমান পদের বেতন স্কেল দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড) বাস্তবায়নের সুপারিশ করে। তৎকালীন সরকার এসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেয়। আদালতের পক্ষ থেকেও সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। তবুও কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি।
মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা নিয়োগ হয়নি। একজন সার্ভেয়ারের কর্মকাল ১০ বছর হলে কানুনগো পদে পদোন্নতি পাওয়ার বিষয়টি নিয়োগবিধিতে উল্লেখ থাকলেও ২৫-২৬ বছর চাকরি করে একটাও পদোন্নতি পাননি অনেকে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মিরাজ হোসেন বলেন, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। বিগত সরকার প্রতিশ্রুতি দিলেও এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করেনি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।