সম্প্রতি রাজধানীতে একটি লোকাল বাসের হেলপারকে মারধর করার ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে হেলপারকে চড়-থাপ্পড় মারতে মারতে এক যুবককে বলতে শোনা যায়, ‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’
এ ঘটনায় তোপের মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী তৌসিফ শাকিল। পরে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই হেলপারের কাছে ক্ষমা চান তিনি।
এক ভিডিওতে তৌসিফ শাকিল বলেন, ‘আমি রাগের মাথায় সব কইরা ফেলাইছি। আমি কাল রাত হতে ঘুমাতে পারছি না, খাইতে পারছি না। আমার শরীর কাঁপছে। বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাইতেছি। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি আপনাদের সঙ্গে রাফ ব্যবহার করে ফেলছি। আমি ভয়ে একটা পরিচয় দিয়ে ফেলছি। আমারে মাফ করে দেন।’
এরপর ওই শিক্ষার্থীকে ক্ষমা করে বাসের হেলপার বলেন, ‘তিনি তার ভুল বুঝতে পেরেছেন তাই মাফ করে দিয়েছি। আমরা পড়ালেখা করতে পারিনি। তিনি যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারেন, তাই মাফ করে দিয়েছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বক নামে কখনোই কোনো পদ ছিল না। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।