জাতীয়

পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

সাবেক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। মঙ্গলবারের (১৩ আগস্ট) মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে।

এ ছাড়া পলকের ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট শাখা বিএফআইইউ।

একই দিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এই স্থগিতের আওতায় থাকবে।

এর আগে গতকাল সোমবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্ত্রী ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দেয় সংস্থাটি।

বাংলাদেশ  ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের জন্য হিসাবগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থপাচার নিরোধ সংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

বিএফআইইউ আরো বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker