রাজধানীবাসীর ভোগান্তি কমাতে আগামী শনিবার (১৭ আগস্ট) থেকেই মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দুই স্টেশন মিরপুর-১০ ও কাজীপাড়া বন্ধ রেখেই আপাতত মেট্রোরেল চলাচল শুরু হবে।
রবিবার (১১ আগস্ট) মন্ত্রণালয় থেকে নির্দেশ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। আপাতত দুই স্টেশন বন্ধ রেখে দিয়াবাড়ি থেকে মতিঝিল ট্রেন চলবে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সূত্র জানায়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এরপর উদ্যোগ শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের কর্মীদের একাংশ কর্মবিরতিতে গেছেন। তাদের শনিবারের মধ্যে কাজে ফেরানো বড় চ্যালেঞ্জ। তবে কর্মবিরতিতে যাওয়া কর্মীদের ইতোমধ্যে যৌক্তিক দাবি মেনে নিতে যা করণীয় তা আগামী বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হবে।