ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান ও ডিএমপির বর্তমান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদ এখনও আটক হননি বলে জানা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) যমুনা টিভির সঙ্গে কথা বলেন তিনি।
মুঠোফোনে যমুনা টিভির এক প্রতিবেদকের কাছে দোয়ার আবেদন জানিয়ে হারুন বলেন, নিরাপদেই আছি। আজও অফিসে গিয়েছিলাম। তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে এসেছেন বলে জানান ডিবি পুলিশের এই সাবেক প্রধান।
এর আগে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এয়ারপোর্ট থেকে হারুনের আটকের খবর ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে তিনি নিজেই ‘আটক হননি’ বলে গণমাধ্যমে বিষয়টি জানালেন।
দেশ ছাড়ার বিষয়েও কথা বলেছেন আলোচিত এই ডিবির প্রধান। বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, সবাই বলছে আমি গতকাল এয়ারপোর্ট থেকে ফিরে এসেছি। কিন্তু, গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল। কীভাবে আমি এয়ারপোর্ট যাবো। বিষয়টি পুরোটাই গুজব।
এর আগে, গত ৩১ জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয় হারুন অর রশিদকে।২০২২ সালের ১৩ জুলাই ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।