জাতীয়

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল দেখা যায়। তবে সকালে গণপরিবহনের দেখা মেলেনি।

রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা-সিএনজি আর ব্যক্তিগত বাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে সোমবার শেখ হাসিনার পদত্যাগ আর সহিংসতার ঘটনার ছাপ স্পষ্ট রাজধানীর নানাস্থানে। এ কারণে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়।

এদিকে, আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা।

শিক্ষকরা বলছেন, এখনো আতঙ্ক কাটেনি শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। তাই শিক্ষার্থীদের উপস্থিতি নেই। শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক আরও কিছুটা সময় লাগতে বলে মনে করছেন তারা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker