কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচার করতে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম দেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। অনেক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে। দুই শতাধিক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুম হওয়া শিক্ষার্থীদের ফেরত, গ্রেফতারকৃত শিক্ষার্থীদর মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে।