Site icon MIssion 90 News

বঙ্গবন্ধুসেতু মহাসড়‌কে যানবাহনের চাপ কম

বঙ্গবন্ধুসেতু  টাঙ্গাইল ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমতে শুরু করেছে। দুপুর সাড়ে ১২ টার পর থেকেই  এ মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। এর আগে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধুসেতু পুর্বপাড় থেকে এলেঙ্গা  পর্যন্ত প্রায় সাড়ে ১৩  কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

এ সময় থেমে থেমে যানজটের সাথে সাথে ধীরগতিতে যানবাহন চলাচল করে। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে যানবাহনের চাপ অনেকটাই বাড়তে থাকে। ফলে দুর্ভোগ  পোহাতে হয় যাত্রীদের । পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়কে যানবাহন বিকল হওয়ার কারনে এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গতকাল রাত নয়টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২৫টি যানবাহন সেতুর উপর বিকল হয়ে পড়ে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধুসেতুর উপর দিয়ে ৪৩ হাজারের বেশী যানবাহন পারাপার হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান জানান, দুপুরের পর থেকে মহাসড়‌কে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে সড়ক অনেকটাই ফাঁকা রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধুসেতুর উপর  এবং সড়কে যানবাহন বিকল হয়ে যাবার কারনে সাময়িক যানজটের সৃষ্টি হয়। যা পরে স্বাভাবিক হয়ে আসে।

Exit mobile version