জাতীয়

নৌকা প্রতীকে জোটবদ্ধ নির্বাচনক রবে আওয়ামী লীগ : ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ শনিবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে এ কথা উল্লেখ করা হয়। 

বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগের চিঠিতে আছে তারা জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ফরমে মনোনয়ন বিতরণ করা হবে। তবে আওয়ামী লীগের চিঠিতে বলা নেই তাদের সঙ্গে কারা জোটবদ্ধ হবে। সাম্যবাদী দল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, এই মর্মে চিঠি দিয়েছে।

এ সময় তিনি বলেন, আজকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য আবেদনের শেষ তারিখ ছিল।

এখন পর্যন্ত ৯টি দলের কাছ থেকে চিঠি পেয়েছে ইসি। যারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে করেছে। দলগুলো হলো বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় পার্টি (রওশন এরশাদ), বাংলাদেশ সাম্যবাদী দল, তৃণমূল বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরীকত ফেডারেশন ও বিকল্পধারা বাংলাদেশ।নৌকা প্রতীক নিয়ে কারা ভোট করবে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের চিঠিতে সেটি বলা নেই যে কারা ভোট করবে। তারা বলছে, জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নৌকা প্রতীক নিয়ে করবে।’

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker