আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ শনিবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে এ কথা উল্লেখ করা হয়।
বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগের চিঠিতে আছে তারা জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।
আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ফরমে মনোনয়ন বিতরণ করা হবে। তবে আওয়ামী লীগের চিঠিতে বলা নেই তাদের সঙ্গে কারা জোটবদ্ধ হবে। সাম্যবাদী দল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, এই মর্মে চিঠি দিয়েছে।
এ সময় তিনি বলেন, আজকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য আবেদনের শেষ তারিখ ছিল।