আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে বিএনপি বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই করছে না।
আজ মঙ্গলবার তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদরাসা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল ইসলাম সোমবার বললেন তারা দুই কোটি মানুষকে করোনার সময় সাহায্য করেছেন। তারা কোথায় সাহায্য করেছেন? তারা ঘরে বসে বিবৃতি দেওয়া, বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা ছাড়া কিছুই করছে না। তাদের আরেক নেতা রুহুল কবির রিজভী মিথ্যার বাক্স নিয়ে বসে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অপপ্রচার ও মিথ্যাচার না করে সেটা বন্ধ করে মানবিক রাজনীতিতে আসুন। বিদেশীদের কাছে মিথ্যাচার করা বন্ধ করুন।
মানুষের কল্যাণের জন্য হলো রাজনীতি- উল্লেখ করে নাছিম বলেন, রাজনীতি হলো একটি দর্পন। রাজনীতি মানে মানুষের সেবা করা। মানুষের কল্যাণের জন্য হলো রাজনীতি। এটাই হচ্ছে আমাদের দলের মূলমন্ত্র।
তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ মো. বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রায় দুই হাজার গরিব, দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.