মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম পরিকল্পক-রূপকার, বিশিষ্ট পার্লামেন্টা-রিয়ান ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শাজাহান সিরাজ ফাউন্ডেশন ও শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে কোরানখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিকে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পক্ষ থেকে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.