সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৪ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক শত্রু রাষ্ট্রের শত্রু, দেশের উন্নতি- অগ্রগতির শত্রু। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে কাঁটাছেঁড়া করে পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিলো।
তিনি আরও বলেন, নির্বাচন এলে যারা ভারত ও হিন্দুবিরোধী কথা বলে তারাই দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো।
বিএনপির দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চান সেই সাম্প্রদায়িক অপশক্তিকে জোটে রেখেছে তারা। তাদের বিষয়ে সচেতন থাকতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানান তিনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.