আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনে নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। কার্যকর হতে যাওয়া নতুন ডেটা প্যাকেজে অফার কমিয়ে পুরোনো উদ্বৃত্ত ডেটা যুক্ত করার একটি নির্দেশনা রয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খান এসব তথ্য সাংবাদিকদের জানান।
তিনি জানান, নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন তৈরি করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে। এরপর আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই নতুন নির্দেশনা অনুযায়ী ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করতে হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো— নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.