জাতীয়

মুরাদের বিরুদ্ধে মামলা শুনতে বিব্রত আদালত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার রিভিশন শুনতে বিব্রতবোধ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার রাজা।

এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহাম্মাদ আলীর হাইকোর্ট বেঞ্চ রিভিশন শুনতে বিব্রতবোধ করলে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

আইনজীবী রফিকুল ইসলাম বলেন, শুনানির সময় এ বেঞ্চের জুনিয়র বিচারপতি মামলাটি শুনতে অপরাগতা প্রকাশ করেন। পরে আমরা মামলাটি ফেরত নিয়েছি। এখন মামলাটি অন্য বেঞ্চে শুনানির জন্য দাখিল করব।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২১ সালের ১২ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। ‘ইউথ ফোরাম’ নামে একটি সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যেকোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন।

মামলায় আরও বলা হয়, মুরাদ হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারটি প্রচার ও প্রকাশ করে জিয়া পরিবারের কনিষ্ঠ সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং আইনত শাস্তিযোগ্য হওয়ায় তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হলো।

পরে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন সাইদুর রহমান।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker