ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘মোবাইল ফোন নিয়ে প্রচুর অভিযোগ আসে। গ্রাহক প্রথমে যে কথাটা বলে-আমি ডাটা কিনেছি, আমার কেনা ডাটার জন্য লিমিট থাকবে কেন?’
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল ব্রডব্যান্ড পলিসি নিয়ে ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটররা নতুন বিজনেস কায়দায় টাইম ফিক্সড করে দেই,১০ জিবিপিএস ডেটা দিয়ে সময় দিলাম দুই দিন। এই এক বা দুই দিনে যদি ১০ জিবি প্যাকেজ দেই, তাহলে কি সঠিকভাবে ইউটিলাইজ করা সম্ভব?
তিনি বলেন, ‘আমরা মনে করছি, জনগণের প্রয়োজনটাকে অ্যাড্রেস করার। জনগণকে লক্ষ্য করে আমাদের ব্যবসা করতে হবে। যদি জনগণ না থাকে তাহলে আমার, আপনার কারো ব্যবসাই থাকবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচির মো: খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিককদারসহ টেলিকমখাতের বিশেষজ্ঞরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.