এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। হাসপাতালে এখন মোট ভর্তি রয়েছেন ৪২৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৩ জন ও চুয়াডাঙ্গার ২ জন। আগের দিন রোগী ছিলেন ৪০৪ জন।
বৃহস্পতিবার দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। রাজশাহীর শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৩ দশমিক ৯৪ শতাংশ। নওগাঁয় ১৬০টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.