আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু, ১৭ জুলাইয়ের মধ্যে তথ্য চেয়েছে কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সংস্কার কাজে গতি আনতে চার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ জুন) ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা পাঠানো হয়। এর মাধ্যমে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সংস্কার কাজে গতি আনতে চার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ জুন) ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা পাঠানো হয়। এর মাধ্যমে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি (সীমানা) প্রাচীর নেই এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে।”
নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, গত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত এবং সম্ভাব্য নতুন ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব অবকাঠামোগত দুর্বলতা দূর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়ে এর আগেও চিঠি পাঠানো হয়েছিল।
নির্বাচন কমিশন এখন এই সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত তথ্য ইসিতে পাঠাতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারের তরফ থেকে নির্বাচনী প্রস্তুতির আলোচনা শুরুর সম্ভাবনা থাকায়, নির্বাচন কমিশন আগেভাগেই নিজেদের কার্যক্রম গুছিয়ে নিতে এই তাগাদা দিচ্ছে। গত সংসদ নির্বাচনে ৪৪ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল এবং এবার এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।