ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু: রাজনৈতিক সংকট নিরসনে নতুন দিগন্তের আশা
লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসেবে দেখছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় আজ সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করা হয়েছে এবং এর একটি ছবিও তাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
লন্ডনের হোটেল ডোরচেস্টারে শুরু হওয়া এই বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তারেক রহমান তার লন্ডনের বাসা থেকে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকের খবর পেয়ে হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা বিভিন্ন ফেস্টুন নিয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশও নিরাপত্তা জোরদার করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠককে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। বিভিন্ন দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নির্বাচনের সময় ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপিসহ বেশ কয়েকটি দলের মধ্যে যে টানাপড়েন ও সার্বিকভাবে যে অচলাবস্থা চলছে, সে বিষয়ে এই বৈঠকে একটি সমাধান আসবে। সরকার ও দলগুলোর মধ্যে বিদ্যমান দূরত্ব কমে আসার সূচনা হিসেবেও দেখা হচ্ছে এই সম্ভাব্য বৈঠকটিকে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আশা করি এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান চ্যালেঞ্জগুলো নিরসনে ইতিবাচক ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে এই বৈঠক দেশের রাজনীতিতে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে প্রমাণিত হতে পারে। অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে।”