ভারতে আবারও করোনার প্রাদুর্ভাব: বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি
ভারতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পয়েন্টে স্ক্রিনিংসহ কঠোর স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৯ জুন) সকাল থেকে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক পরার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
সোমবার (৯ জুন) সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশনের ভেতরে সরজমিনে দেখা গেছে, প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করা হচ্ছে এবং মুখে মাস্ক পরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় যে, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা, তা প্রাথমিক ভাবে পরীক্ষা করা হচ্ছে।
তবে, ভারত থেকে বাংলাদেশে যেসব যাত্রী আসছেন, তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ভারত থেকে আসা সুভাষ চন্দ্র বলেন, ‘ভারতের কোথাও করোনা পরীক্ষা করেনি। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মীরা থার্মল স্ক্যানার দিয়ে পরীক্ষা করলো। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে এমনটা শুনিনি। তবে বেনাপোল ইমিগ্রেশনে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে।’
বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ‘ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু কিছু স্থানে করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়েছে। দেশে করোনার এ নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে সে জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে। একারণে ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।’
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন রূপে করোনাভাইরাস দেখা দিচ্ছে, যার নামকরণ করা হয়েছে কোভিড-ওমিক্রন এক্সবিবি (COVID-Omicron XBB)। এখন পর্যন্ত এ অঞ্চলে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে মাস্ক পরা ও করোনার সময় যে সব স্বাস্থ্য বিধি ছিল সেগুলো আবারও মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কোভিড-ওমিক্রন এক্সবিবির লক্ষণ হলো জ্বর, কাশি ছাড়া মাথা ব্যথা; গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা; নিউমোনিয়া; ক্ষুধা কমে যাওয়া। কোভিড-ওমিক্রন এক্সবিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি শক্তিশালী এবং মৃত্যুর হারও বেশি। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলো তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলোর অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।