অবৈধ গ্যাস সংযোগে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জ্বালানি ও খনিজ উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, গাজীপুরের অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত তিতাস গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “আমি জানতে পেরেছি গাজীপুরে অনেক অবৈধ সংযোগ রয়েছে। এই অবৈধ সংযোগের সাথে যে সকল তিতাসের কর্মকর্তা জড়িত সেই সব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আজ (শনিবার) সকালে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ টাওয়েল টেক্স লিমিটেড নামক একটি কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেছেন।
এ উপদেষ্টা আরো বলেন, “আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারেও দেখে এসেছি। ইতিপূর্বে শিল্প কারখানার মালিকরা গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না, এর সত্যতা পাচ্ছিলাম না। তাই সরাসরি দেখতে এসে গ্যাস সংকটের সত্যতা পেয়েছি। আমরা এই সংকট উত্তরণের জন্য এলপিজি আনছি।”
তিনি যোগ করেন, “ইতিমধ্যেই একটা কার্গো এসেছে। আবহাওয়ার কারণে ড্রপিং করতে পারে নাই। আজকের বিকালের মধ্যেই ড্রপিং হলে এ গ্যাসের উন্নতি হবে। আমরা এ বিষয়গুলো মনিটরিং করবো।”
এ উপদেষ্টার সাথে জ্বালানি সচিব সাইফুল ইসলাম, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী পারভেজ আহমেদ, পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এবং টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক এম শাহাদত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।