নাহিদ ইসলামের এনআইডি লকড রেখেছিল ইসি, ৫ দিন পর আনলক
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এনআইডি সাময়িকভাবে লক করেছিল নির্বাচন কমিশন। অভিযোগের প্রমাণ না মেলায় ৫ দিন পর আনলক করা হয়।
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা থাকাকালে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে লক করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি থেকে তথ্য ফাঁসের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে, অভিযোগের কোনো প্রমাণ না মেলায় মাত্র পাঁচ দিন পরেই নাহিদ ইসলামের এনআইডি আনলক করে দেওয়া হয়।
জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে জানানো হয় যে, ‘ভন্ডবাবা’ গ্রুপের এডমিন হিসেবে নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি জড়িত। এনটিএমসি নাহিদ ইসলামের এনআইডি নম্বরও সরবরাহ করে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ তদন্তে নামে এবং গত বছরের ১৭ সেপ্টেম্বর নাহিদ ইসলামের এনআইডি লক করে দেয়। এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল মূলত এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য।
তদন্তের ফলাফল:
- ‘ভন্ডবাবা’ গ্রুপ: এটি হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নয়, বরং টেলিগ্রামের একটি গ্রুপ।
- নাহিদের সম্পৃক্ততা: নাহিদ ইসলাম ওই টেলিগ্রাম গ্রুপের এডমিন নন।
- তথ্য পাচার: তার এনআইডির বিপরীতে কোনো তথ্য পাচারের প্রমাণ পাওয়া যায়নি।
- সিদ্ধান্ত: অভিযোগের সত্যতা না পাওয়ায় গত বছরের ২২ সেপ্টেম্বর এনআইডি আনলক করে দেওয়া হয়।
তদন্তে জানা যায় যে, ‘ভন্ডবাবা’ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, এটি আসলে টেলিগ্রামের একটি গ্রুপ। এছাড়াও, নাহিদ ইসলাম ওই গ্রুপের এডমিন নন বলেও প্রমাণ পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এনআইডির বিপরীতে কোনো তথ্য পাচারের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায়, মাত্র পাঁচ দিন পরেই, অর্থাৎ গত বছরের ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নাহিদ ইসলামের এনআইডি আনলক করে দেয়।
এই বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়, যেহেতু এই ভোটারের (নাহিদ ইসলাম) দ্বারা ডাটা সরবরাহ করার বিষয়ে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে, সেহেতু মো. নাহিদ ইসলামের এনআইডি আনলক করার জন্য কমিটি সুপারিশ করে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে নথি উত্থাপন করা হলে তৎকালীন এনআইডি মহাপরিচালক ২২ সেপ্টেম্বর এনআইডিটি আনলক করার সিদ্ধান্ত দেন। এভাবেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের এনআইডি মাত্র পাঁচ দিনের জন্য লক অবস্থায় ছিল।
এ বিষয়ে বর্তমান এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, “সে সময় আমি ছিলাম না। তাই সেটা আমার বিবেচনার বিষয় নয়। আর পুরোনো বিষয় যেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সেটার মতামতও দিতে চাই না।”