কালিয়াকৈরে ঈদ যাত্রায় যানজট নিরসনে প্রস্তুতি সভা
হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সড়ক বিভাগ ও শ্রমিক ফেডারেশনের অংশগ্রহণে চন্দ্রা এলাকার যান চলাচল স্বাভাবিক রাখার কৌশল আলোচনা
ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে সরকারি-বেসরকারি সকল দপ্তরের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে কালিয়াকৈরে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কারখানা রয়েছে। এসব শিল্প কারখানার ছুটি ঘোষণা হলেই চন্দ্রা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ প্রতি বছর চন্দ্রা হয়ে তাদের বাড়ি যায়। যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা এলাকায় মহাসড়কের দুপাশে প্রায় শতাধিক গণপরিবহণের টিকেট কাউন্টার রয়েছে।
এসব কাউন্টারে পরিবহণগুলো যত্রতত্রভাবে মহাসড়কে পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঈদ এলেই চন্দ্রা এলাকা জুড়ে ছিনতাইকারী, মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। ফলে এদের কাছে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হতে হয়। এবার ঈদে মহাসড়কে যেন যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, নাওজোর হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন, কালিয়াকৈর থানার অপারেশন ওসি জোবায়ের আহমেদ, জেলা পুলিশের টিআই (এডমিন) শাহাবুদ্দিন আহমেদ। এসময় আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান বক্তারা।