আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
ছাত্র-জনতার দাবির মুখে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সরকার, হাসনাত আব্দুল্লাহর ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত
গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার রাতের শেষপ্রহরে এক জরুরি বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারের এই ঘোষণার পেছনে ছিল ছাত্র-জনতার চাপ, শাহবাগ কেন্দ্রিক গণজমায়েত ও ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির হুমকি।
এর আগে শনিবার রাতে শাহবাগের জমায়েত থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, “এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না পেলে ‘মার্চ টু যমুনা’ শুরু হবে।”
ঘোষণার ঠিক পরই আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ের দিকে অগ্রসর হতে শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত এক ঘণ্টার আল্টিমেটাম দেন, যা রাত পৌনে নয়টায় শেষ হয়।
তীব্র গণচাপের মুখে সরকার দ্রুত সিদ্ধান্ত জানায়: – আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত – সকল সম্পদ বাজেয়াপ্তের প্রস্তুতি – গঠিত হচ্ছে তদন্ত কমিশন
গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান শুরু করে ছাত্র-জনতা। শুক্রবার দিনভর সেখানে অবস্থান শেষে শাহবাগ অবরোধ করে তারা। সেখান থেকেই আজকের যুগান্তকারী ঘোষণার সূচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী মোড়, যার প্রভাব হবে দীর্ঘস্থায়ী।