ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্তক পদ্ধতি গ্রহন করেছি
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া বলেন এবারের ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মহাসড়কে সর্বাত্তক পদ্ধতি গ্রহন করেছি। মুলকথা হচ্ছে এবারের ঈদে ঢাকা সহ আসে পাশের এলাকা থেকে প্রায় ১ কোটি মানুষ ছুটিতে যাচ্চে।
যার বেশির ভাগ মানুষ সড়ক পথে যাত্রা করবে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা হাইওয়ে পুলিশ ,জেলা পুলিশ ও অন্যন্য প্রশাসন মিলিয়ে ৪ হাজারের অধিক পুলিশ সদস্য ,৮২০ টি পুলিশ টহল দল এবং ৩ শতাধিত এর অধিক পুলিশ চেক পোষ্টের মাধ্যমে অর্পিত দায়িত্য আমরা পালন করবো।
এছাড়াও আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমারা ট্রকিং ড্রোন ব্যবহার করবো। মোটার সাইকেল পেট্রলিং ,গোয়েন্দা নজরদারি ,ওয়াচ টাওয়ার মনিটরিং সেলের মাধ্যমে সব নিয়ন্ত্রন করা হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও অন্যন্য সংস্থা একটিভিটিস করছে ।
তিনি আরো বলেন জাতিদের উদ্দেশ্যে আমি বলতে চাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ঝুকিপূর্ন ও অনিরাপদ ভ্রমন থেকে দুরে থাকুন ,খোলা ট্রাক এবং বাসের ছাদে উঠে যাত্রা করবেন না ,চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে বাধ্য করবেন না। চালকদের উদ্দেশ্যে অনুরোধ অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।
ওভারটেকিং এরিয়ে চলুন,মহাসড়ক নিরাপদ রাখেতে আপনাদের ভূমিকা অতন্ত গুরুত্বপূর্ন। গাড়ির মালিকদের প্রতি আহবান ফিটন্যাস বিহিন গাড়ি মহাসড়কে চালাবেন না ,চালকদের অতিরিক্ত যাত্রী টিপের জন্য বাধ্য না করারও অনোরোধ জানান। এছাড়াও মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ঊঠালে বা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সাথে সাথেই আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ঈদ যাত্রা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম,হাবিবুর রহমান,সালমা বেগম,আবুল কালাম আজাদ।
রুখফার সুলতানা খানম,হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সামশুল আলম,গাজীপুর জেলা পুলিশ সুপার আক্তারুজ্জামান বসু মিয়া ও জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শাহাবুদ্দিন, নাওজোর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন সহ অন্যন্য প্রশাসনিক কর্মকর্তারা ।