আন্তর্জাতিক

কে হচ্ছেন ২০২৪ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘোষণা করা হবে টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বসেরা ব্যক্তিত্বে নাম। ১৯২৭ সাল থেকে তারা এমন একজন ব্যক্তি, গোষ্ঠী বা ধারণার নামকরণ করছে, যা আগের ১২ মাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভালো বা খারাপের জন্য। এনবিসির টুডে শোতে সোমবার সকালে প্রকাশিত হয়েছে টাইম-২০২৪-এর সেরা ব্যক্তিত্বের জন্য মনোনীত ১০ জন প্রার্থীর নাম। নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো

কমলা হ্যারিস
গত ২১ জুলাই রাতে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি তার প্রচারাভিযান শেষ করেছেন এবং ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য ১০৭ দিনের একটি অসাধারণ প্রচারাভিযান গ্রহণ করেছিলেন। তিনি প্রজনন অধিকারের ওপর তার প্রচারাভিযানকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রো বনাম ওয়েডকে উল্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধন্তে তার ভূমিকার জন্য নিন্দা জানিয়েছিলেন। পাশাপাশি পরামর্শ দিয়েছিলেন, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি হ্যারিস বাইডেনের সঙ্গে ২০২০ সালের সেরা ব্যক্তিত্বের তালিকায় ছিলেন।

কেট মিডলটন
প্রিন্সেস অব ওয়েল কেট মিডলটন এর আগে ২০১৩ সালে টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন এবং ২০১১ সালে বর্ষসেরা ব্যক্তির তালিকায় রানার্স আপ হয়েছিলেন।

ইলন মাস্ক
ইলন মাস্ক উদ্ভাবনীর তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন। অনলাইন পেমেন্ট থেকে বৈদ্যুতিক যানবাহন ও বাণিজ্যিক স্থান পর্যন্ত টেসলার সিইও শিল্পকে উন্নীত করেছেন। মাস্ক এর আগে ২০২১ সালে টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

ইউলিয়া নাভালনায়া

রুশ অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনায়া রুশবিরোধী দলীয় ‘প্রথম নারী’ হিসেবে আখ্যায়িত। তিনি টাইমের ২০২৪ সালের ১০০ প্রভাবশালীর তালিকায়ও রয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বছর বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ২০১৯ সালে টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন।

জেরোম পাওয়েল
জেরোম পাওয়েল ২০১৮ সাল থেকে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, ট্রাম্প ও বাইডেন প্রশাসনের অধীনে। চেয়ারম্যান হিসেবে তিনি অর্থনীতির নেতৃত্ব দিচ্ছেন, যা ভোটাররা ২০২৪ সালের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন।

জো রোগান
জো রোগান ২০২২ সালে টাইমের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ১০০ জনের তালিকায় ছিলেন।

ক্লদিয়া শিনবাউম
ক্লদিয়া শিনবাউম গত অক্টোবরে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি টাইমের চলতি বছরের ১০০ জলবায়ু বিশেষজ্ঞের তালিকায় ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প অনেকটা অপ্রত্যাশিতভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং একই বছর টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তিনি ২০১০ সালে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker