সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। তার সমর্থকরা রাজধানী ইসলামাবাদ পৌঁছে গেছেন। সরকারি নিষেধাজ্ঞা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধরপাকড় ও টিয়ার গ্যাসের শেল উপেক্ষা করে তারা সমাবেশস্থল ইসলামাবাদের ডি-চকে পৌঁছে গেছেন।
ইমরান খানের মুক্তির পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মূলত সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছেন।
এদিকে মঙ্গলবার দেশটিতে আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের মধ্যে তিনজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম ডন বলছে, মঙ্গলবার বেশ কিছু পিটিআই বিক্ষোভকারী ইসলামাবাদের ডি-চকের কাছে পৌঁছে যায়।
বিক্ষোভের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘটনায় অন্তত চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
পিটিআই অভিযোগ করেছে, নিরাপত্তাবাহিনীর গুলিতে তাদের দুজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন চারজন।
সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর তিন দিনের সফরে পাকিস্তান এসেছেন। এ জন্য রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিল পাকিস্তান সরকার। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও পাকিস্তানে আসে।
গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।
গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানোর পর থেকে পিটিআই তার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করেছে। অক্টোবরের শুরুর দিকে ইসলামাবাদে দলটির সাম্প্রতিকতম বিক্ষোভ সহিংস রূপ নেয়।