পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সেই সমাবেশের বক্তব্যে ইসরায়েলের এই নৃশংসতাকে তিনি ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এরদোগান লেখেন, আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আইসেনুর ইজগি আইগির রুহের মাগফেরাত কামনা করছি।
সম্প্রতি, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আইসেনুর ইজগি আইগি নামের এক তরুণী নিহত হন।
সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী আইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন আইগি।
প্রসঙ্গত, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসায়েলকে দোষারোপ না করলেও সার্বিক ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.