আন্তর্জাতিক

আবারও ঢাকা আসছেন ডোনাল্ড লু

চলতি মাসেই ঢাকা আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময় আসতে পারেন তিনি। ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি হতে যাচ্ছে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তারা।

গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker