আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬; দায় নিলো আইএস

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় দুইশ’ মানুষ।

শুক্রবার (৪ মার্চ) জুম্মার নামাজের আগে পেশোয়ারের কোচা রিসালদার মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সম্পর্কিত সংবাদ

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই মসজিদে আত্মঘাতি বোমা হামলার করা হয়েছে দাবি করে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেস (আইএস)।

আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক-এ জানিয়েছে, গতকাল (শুক্রবার) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে সফলভাবে হামলা চালিয়েছেন একজন আইএস যোদ্ধা।

পুলিশ জানায়, হামলার সময় মসজিদে প্রায় দেড়শ’ মুসল্লি উপস্থিত ছিলেন। শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালান দুই সশস্ত্র ব্যক্তি। এক পুলিশ কর্মকর্তা ও এক হামলাকারীর মৃত্যুর পরপরই মসজিদের ভেতর আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

জাহিদ খান নামের একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, মসজিদে ঢোকার আগে আমি একজনকে দুই পুলিশ সদস্যকে গুলি করতে দেখি। ওই ব্যক্তি মসজিদে ঢোকার কয়েক সেকেন্ড পরই একটি বড় বিস্ফোরণের শব্দ শুনি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনায় হাজারও মানুষ প্রাণ হারিয়েছে, যার অধিকাংশই শিয়া সম্প্রদায়ের।

আরও পড়ুন: অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম টেস্টের প্রথম দিনে প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটলো।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানে সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker