সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ ঢাকায় আসছেন।
গত ৯ জুলাই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন পিটার ডি হাসকে মনোনয়ন দেন। তার মনোনয়নের পর ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক শুনানিতে তিনি অংশগ্রহণ করেন। শুনানিতে তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চলে লাভবান হবে। এ কারণে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক অংশগ্রহণকে জোরদার করবেন বলে জানিয়েছেন। পিটার ডি হাস এ ছাড়া বাংলাদেশের মানব অধিকার সুরক্ষার বিষয়ে তিনি সরকারের সঙ্গে কাজ করবেন।
পেশাদার কূটনীতিক পিটার ডি হাস এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি প্যারিসে অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন এবং ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র কন্স্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আগের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।