পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সৎ ছেলে আটক হয়েছে।
ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছেলে মুহাম্মদ মুসা মানেকা মদের মামলায় জড়িয়ে পড়েছেন। এ ঘটনার পর পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ছোট ছেলেসহ তার এক আত্মীয় ও এক বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
পুলিশি অভিযোগে বলা হয়েছে, তাদের গাড়ির ভেতরে মদ ছিল। তাদের আটকের সময় মুহাম্মদ মুসা মানেকা ছাড়াও তার সঙ্গে ছিলেন আত্মীয় মুহাম্মদ আহমেদ মানেকা (নওয়াজ শরিফের দলের এমপি) এবং বন্ধু আহমেদ শাহরিয়ার।
পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় তারা মদসহ ধরা পড়েন। হাসপাতালে ডাক্তারি তদন্তে শাহরিয়ারের মদ্যপানের বিষয়টি জানা গেছে। পরে মানেকা পরিবারের দেওয়া ব্যক্তিগত নিশ্চয়তার ভিত্তিতে মুসা ও আহমেদকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে দুজনের কেউ ধরা পড়ার সময় মদ্যপ ছিলেন না। শুধু বন্ধু শাহরিয়ার ছিলেন মদ্যপ। পরবর্তী সময়ে শাহরিয়ারকে আদালত থেকে জামিন নিতে হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.