ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আদিলা রাজ পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দফতর দূতাবাসের ওপর যেসব নতুন বিধিনিষেধ আরোপ করেছে, তার জের ধরে তিনি পদত্যাগ করেছেন।
আফগান উপ-রাষ্ট্রদূত আবদুল হাদি নিজরাবি তুলু নিউজকে বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনে আফগান দূতাবাসকে একটি চিঠি দিয়ে কূটনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানায়।
চিঠিতে বলা হয়, আফগান রাষ্ট্রদূত কেবল তার বাড়ি থেকে কার্যক্রম চালাতে পারবেন। বাকি কূটনীতিকরা আর কাজ করতে পারবেন না।
সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানের কূটনীতিক মিশনগুলোর বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে বর্তমান আফগান সরকার আরো কোণঠাসা হয়ে পড়বে।
গত ছয় মাসে আদিলা রাজ হলেন পদত্যাগ করা তৃতীয় সিনিয়র আফগান কূটনীতিক। এর আগে চীন ও তুর্কমেনিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতেরা পদত্যাগ করেন।
আফগান দূতাবাসগুলো আর্থিক সংকটেও রয়েছে। তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইতালি, পোল্যান্ড ও ইরানের দূতাবাসগুলো জানিয়েছে, তারা আর্থিক সমস্যায় রয়েছে।
তবে পররাষ্ট্র দফতরের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান ওয়ালিউল্লাহ শাহিন বলেন, অনেক দেশে আফগান কূটনৈতিক মিশনগুলো বন্ধু হওয়া ভালো কাজ। কারণ এগুলো বর্তমান সরকারের সাথে সহযোগিতা করছে না। আবার একইষাতে তারা তাদের কর্তৃত্বের অপব্যবহারের চেষ্টাও করছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.