আন্তর্জাতিক
জুমার নামাজে অংশ গ্রহণ করার জন্য হাজার হাজার ফিলিস্তিনি ফজরের নামাজের আগেই আল-আকসা মসজিদে হাজির
কালকে জুমার নামাজ আদায় করার জন্য ফজরের নামাজের আগমনের জন্য ঝালর ফিলিস্তনিরা মসজিদুল আকসা এর দিকে আসতে শুরু করে ইজরাই পার্টি থেকে শতভাগ বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র ব্যবস্থা তারামার নামাজ টি আল-আকসামাকে পাঠের জন্য সৌভাগ্যের মনে করে। সেই প্রচারের প্রায়ই প্রতি ফজরের নামাজ আগতে ফিলিস্তনিরা আল-আকসা মসজিদে একত্র হতে শুরু করে।
ফিলিস্তি ইনফরমেশন অর্ন্তনিয়োগ অংশগ্রহণকারীর পক্ষ থেকে বলা হয় যে ফিলিস্তিনিরা শতভাগের বাধা-বিরোধিতা করে দলে-আকসা মসজিদের ফজরের নামাজে।
ইসরাইলি কান টিভি বলেছে এত বিপুল ক্ষমতাসীন মানুষের একত্রিত পুলিশ সেখানে হামলা ও অপ্রীতিকর হওয়ার কারণে আশঙ্কা থাকার কারণে ইসরাইলি আল-আল-আকসা মসজিদ এলাকা ও পার্শ্ববর্তী এলাকাসমূহের মধ্যে পুলিশ মোদ্রিতেন করেছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.