তথ্য ও প্রযুক্তি

এবার ৭ সিটের বড় গ্র্যান্ড ভিটারা আনছে মারুতি সুজুকি

গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকির বৈদ্যুতিক গাড়ির মধ্যে জনপ্রিয় মডেল হচ্ছে ভিটারা। এবার বাজারে আসছে গ্র্যান্ড ভিটারার ৭ সিটের সংস্করণ। এর ডিজাইন, ফিচার, ব্যাটারি সব কিছুই ব্যবহারকারীদের মন কেড়ে নিয়েছে আগেই।

৭ সিটের এই গ্র্যান্ড ভিটারার হুইলবেস সম্ভবত বেশি লম্বা হবে। যার ফলে ভেতরে বসার জায়গাও বাড়বে। সামনের পাশাপাশি পেছনের দিকেও আলাদা চেহারায় আসবে গাড়ি। এটি আরও লম্বা হবে। গাড়িটির ৬ ও ৭ সিটের সংস্করণ থাকবে। গ্র্যান্ড ভিটারার মতো দেখতে হলেও আলকাজারের মতো পেছনের যাত্রীদের জন্য আরও বেশি বৈশিষ্ট্য থাকবে এই সেভেন সিটারে। কেবিনেও কিছুটা আলাদা লুক আশা করা যেতে পারে।

এই নতুন মডেলে সানশেড ও অন্যান্য প্রিমিয়াম বৈশিষ্ট্যও যুক্ত হতে পারে। ৭ সিটের গ্র্যান্ড ভিটারা শুধু ১.৫ লিটার মাইল্ড হাইব্রিড সংস্করণ ও স্ট্রং হাইব্রিড সংস্করণে আসবে। ৭ সিটের এসইউভির আকার বড় করার মানে মারুতি সুজুকিও এই সেগমেন্টে প্রবেশ করবে। স্ট্রং হাইব্রিডের সঙ্গে ৭ সিটের সংস্করণটি অত্যন্ত জ্বালানি দক্ষ হবে। মার্কেট এক্সপার্টরা বলছে, বাজারে এলে এটি সবচেয়ে কম খরচের এসইউভি হতে পারে।

কোম্পানির আশা, এই গ্র্যান্ড ভিটারার ৭ সিটের সংস্করণটি মারুতি সুজুকির লাইন-আপকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে গ্র্যান্ড ভিটারার চেয়ে বেশি ব্যয়বহুল হবে এই গাড়ি। ধারণা করা হচ্ছে এর দাম ভারতীয় বাজারে ১৪ লাখ রুপি থেকে শুরু হবে। যেখানে স্ট্যান্ডার্ড গ্র্যান্ড ভিটারার দাম ১১ লাখ রুপির কিছুটা বেশি।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker