যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফটিসি) ২০১৫ সালে ঠিক করেছিল, ডাউনলোড এবং আপলোডের গতি সেকেন্ডে যথাক্রমে ২৫ এবং ৩ মেগাবিট (এমবিপিএস) হলে, সেটাকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বলা হবে। তবে গত মার্চে দেশটির চার সিনেটর এফটিসির সে নীতিমালা বদলে ব্রডব্যান্ড সংযোগের ভিত্তি গতি সেকেন্ডে ১০০ মেগাবিট করার আহ্বান জানিয়েছে।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: গচ্চা হাজার কোটি টাকা২ সপ্তাহ আগে
- ফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে৪ সপ্তাহ আগে
আমরা অবশ্য নিত্যদিনের কাজটা ঠিকঠাক করতে পারলেই খুশি। তবে প্রশ্ন হলো, কত গতির ইন্টারনেট সংযোগ নিত্যদিনের কাজে প্রয়োজন। সে বিষয়েও এফটিসির একটি নির্দেশনা আছে। তবে সে ওয়েবপেজেই এফটিসি জানিয়েছে, সেটি প্রমিত মান নয়। এদিকে গত মার্চে সিনেটের প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহার করে নানা কাজে প্রয়োজনীয় গতির তালিকা প্রকাশ করেছে সিনেট।
কাজ | প্রয়োজন | হলে ভালো হয় |
---|---|---|
ই-মেইল | ১ এমবিপিএস | ১ এমবিপিএস |
ওয়েব ব্রাউজিং | ৩-৫ এমবিপিএস | ৫-১০ এমবিপিএস |
সামাজিক যোগাযোগমাধ্যম | ৩-৫ এমবিপিএস | ১০ এমবিপিএস |
ভিডিও কল | ৩-৫ এমবিপিএস | ১০-২০ এমবিপিএস |
এইচডি স্ট্রিমিং | ৫-১০ এমবিপিএস | ১০-২০ এমবিপিএস |
অনলাইন গেমিং | ৩-৬ এমবিপিএস | ২৫-৩৫ এমবিপিএস |
ফোরকে স্ট্রিমিং | ২৫ এমবিপিএস | ৩৫ এমবিপিএস |
একই ইন্টারনেট সংযোগ কতগুলো ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা হচ্ছে, মূল কাজের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ হচ্ছে কি না এগুলোসহ আরো বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে।
Author
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.