বিনোদন

তাসকিনের একাই সিনেমা করা উচিত: শাকিব খান

রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রিমার্ক হারলান’-এর এক জমকালো অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান, পাশাপাশি অংশ নেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম।

অনুষ্ঠানস্থলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। আলো ঝলমলে সন্ধ্যায় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে মোড়ানো মুহূর্তগুলোতে বন্দি হন শাকিব, তাসকিন ও তানজিদ তামিম। বিশেষ করে, মঞ্চে উঠে তানজিদ তামিম শাকিব খানকে দেশের “নম্বর ওয়ান সুপারস্টার” বলে অভিহিত করেন। একই সঙ্গে, ‘রিমার্ক হারলান’ যেন বিশ্ববাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়, সেই শুভকামনাও জানান ২৪ বছর বয়সী এই উদীয়মান ক্রিকেটার।

এরপর, মঞ্চে উঠে শাকিব খানও উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেটারদের নিয়ে। তাসকিন আহমেদের সিনেমায় অভিনয়ের প্রসঙ্গ তুলে শাকিব বলেন, “বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো!”

এদিকে, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’। এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে শাকিব বলেন, “আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো।

এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।”

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker