বিনোদন

টিন-এজ হেয়ার স্টাইল, জয়ার ভিডিও ভাইরাল

আবারও তাক লাগিয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয়ের গুণে যিনি এপার-ওপার দুই বাংলার মানুষেরই হৃদয় জয় করেছেন।

জয়া যে কেবল অভিনয়ের জন্যই প্রশংসিত, তেমনটাও কিন্তু নয়। রূপে-গুণে সবসময়ই দ্যুতি ছড়ান তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে মেলে ধরেছেন ভক্তদের কাছে।

এছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে প্রায় দেখা যায় জয়াকে। নিজের ফিটনেসের দিকেও বেশ সতর্ক অভিনেত্রী। তবে জয়ার সৌন্দর্য যেন এমনিতেই নিয়মিত উপভোগ করেন তার সামাজিক মাধ্যমে থাকা অসংখ্য অনুসারী। তাদের জন্য জয়ার থাকে কিছু ছোট্ট আয়োজনও!

নানান রকম মেকওভারে ফটোসেশন, শর্টস, রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেকওভারে দেখা মিলল জয়াকে; যেখানে অভিনেত্রীর স্টাইল রীতিমতো তার বয়স কমিয়ে দিয়েছে।

এক ভাইরাল শর্টস ভিডিওতে দেখা যায়, একটি কাজ করা গোলাপি শাড়ি পড়েছেন জয়া। সঙ্গে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইল যেন মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। তাই তো মুগ্ধতা প্রকাশ করে অনুরাগীরাও মন্তব্য করছেন- ‘দিন দিন যেন বয়স কমছে জয়া আহসানের।’

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। জানা গেছে, এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছরে দেশি কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার; আসছে ঈদেও থাকছে না তার কোনো ছবি।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker