সর্বশেষ ‘ওপেনহাইমার’ দিয়ে গোটা দুনিয়া মাতিয়েছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার নতুন প্রকল্পে হাত দিলেন তিনি। ক্রিস্টোফার নোলানের আসন্ন সিনেমা হোমারের ধ্রুপদি মহাকাব্য ‘দ্য ওডিসি’। আর নোলানের আসন্ন সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসনের মতো তারকা।
হোমারের ওডিসি মূলত গ্রিক বীর ওডিসিয়াসের গল্প। দুই হাজার বছর আগের গল্পটি বলেছিলেন হোমার। যুদ্ধের পরের কথা। তবে এ গল্প ওডিসিয়াসের একার। ট্রোজান ওয়ারের পর তিনি দীর্ঘ সময় ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে।
তার এ ভ্রমণেরই গল্প বলে ওডিসি। সে গল্পই তুলে আনবেন নোলান। তিনি তার নিজস্ব ধারায় নির্মাণ করছেন সিনেমাটি। দ্য ওডিসির বিপণন প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউনিভার্সাল পিকচার্স। নোলান এ প্রতিষ্ঠানের সঙ্গে আছেন দীর্ঘদিন।
ইউনিভার্সাল এ সিনেমা সম্পর্কে লিখেছে, ‘এটি একটি পৌরাণিক গল্পের উপস্থাপন, যা নোলান শুট করছেন সর্বাধুনিক প্রযুক্তিতে। এবারো আইম্যাক্সে আনছেন তিনি। সারা পৃথিবী ঘুরে শুট করা হবে সিনেমাটি। এছাড়া এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইম্যাক্সে আসছে হোমারের মহাকাব্য।’
দ্য ওডিসি’র বিপণনে ইউনিভার্সাল থাকলেও সিনেমাটি প্রযোজনা করছেন নোলান ও তার স্ত্রী এমা থমাস। নোলান নিজেই লিখেছেন এর চিত্রনাট্য। সিনেমাটিতে আরো অভিনয় করছেন টম হল্যান্ড, মিয়া গথ, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়ংও, রবার্ট প্যাটিনসনের মতো জনপ্রিয় সব অভিনেতা।