অবশেষে সিক্যুয়েল আসছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর। মুক্তির পর সিরিজটির সিক্যুয়েল নিয়ে আসার সম্ভাবনার কথা জানালেও এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি।
অবশেষে জানা গেল, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নিয়ে ফিরছেন নাসির উদ্দিন আহমেদ ও রাফিয়াত রশিদ মিথিলা জুটি। একাধিক ঘনিষ্ট সূত্রে এমনটা নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ইতিমধ্যে গল্প থেকে শুরু করে শিল্পী নির্বাচন সবকিছুই সম্পন্ন। এ মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে শুটিং। এতে প্রথম কিস্তির প্রায় সব শিল্পীই থাকছেন, সঙ্গে নতুন করে যোগ হবেন আরও বেশ কয়েকজন। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে আপাতত মুখে কুলুপ এটেছেন।
শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে নাসির-মিথিলা ছাড়া আরো অভিনয় করেছিলেন সুমন আনোয়ার, রফিউল কাদের রুবেল, আবদুল্লাহ আল সেন্টু, আইমন শিমলা প্রমুখ।