বিনোদন

সুদিন ফেরাতে যে ১০ সিনেমায় নজর হলিউডের

বাঁ থেকে ‘মিশন : ইমপসিবল - দ্য ফাইনাল রিকনিং’, ‘দ্য ইলেকট্রিক স্টেট’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’

গত বছর অর্থাৎ ২০২৪ সালে হলিউড মাতিয়েছে বেশ কিছু চলচ্চিত্র। তবে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি বিগ বাজেটের অনেক সিনেমা। বক্স অফিসেও সেভাবে দেখা মেলেনি ব্লকবাস্টারের। ২ বিলিয়ন আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করতে পারেনি কোনো সিনেমা

অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিগুলোর কল্যানে বক্স অফিসের চাকা সচল ছিল। তবে নতুন বছরে বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে যেগুলো ঘিরে প্রত্যাশায় রয়েছেন নির্মাতারা। তার মধ্যে আছে রিমেক, সিক্যুয়াল, অ্যাকশন, সাইকোলজিক্যাল থ্রিলার ও কমেডি ঘরানার সিনেমা। চলুন দেখে নেওয়া যাক এমন দশটি সিনেমা, যেগুলো এ বছর হলিউডকে এনে দিতে পারে বড় সাফল্য।

ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড

মার্ভেল কমিকসের ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। আগের তিন ছবিতে ক্যাপ্টেন আমেরিকা ছিলেন ক্রিস ইভান্স। পরে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’-এ নতুন ক্যাপ্টেন হিসেবে পর্দায় আসেন অ্যান্টনি ম্যাকি। এবার চরিত্রনির্ভর একক ছবিতে হাজির হবেন ম্যাকি।

গত বছরের নভেম্বরে ক্যামেরা ক্লোজ হয়। ছবিটির বাজেট প্রায় ৪০ কোটি ডলার। জুলিয়াস ওনার পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যান্টনি ম্যাকি, ড্যানি র‍ামিরেজ। মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

মিকি ১৭

অস্কারজয়ী কোরিয়ান নির্মাতার নতুন ছবি। এডওয়ার্ড অ্যাশটনের উপন্যাস ‘মিকি ৭’ (২০২২) থেকে কল্পবিজ্ঞান আর হাস্যরসের ছবিটি। গত বছরই মুক্তির কথা ছিল। হলিউডের অভিনয়শিল্পী ও লেখকদের আন্দোলনের কারণে পেছানো হয়। বাজেট ১৫ কোটি ডলার। বং জুন হো’র পরিচালনায় এতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, নাওমি অ্যাকি, স্টিভেন ইউন। মুক্তি পাবে ৭ মার্চ।

দ্য ইলেকট্রিক স্টেট

জনপ্রিয় নির্মাতা-প্রযোজক ভ্রাতৃদ্বয়ের নতুন ছবি এটি। কল্পবিজ্ঞানের সঙ্গে গল্পে মিশেছে রোমাঞ্চ ও নাটকীয়তা। সাইমন স্টেলহ্যাংয়ের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি। ৩২ কোটি ডলারের ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

অ্যান্টনি রুশো ও জো রুশো’র পরিচালনায় এতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, ক্রিস প্রাট। মুক্তি পাবে ১৪ মার্চ।

স্নো হোয়াইট

মিউজিক্যাল ফ্যান্টাসি ছবি। ‘বার্বি’ খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ লিখেছেন চিত্রনাট্য। জার্মান রূপকথা অবলম্বনে ১৯৩৭ সালে ওয়াল্ট ডিজনি বানিয়েছিলেন ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডরফস’। সেটির নতুন সংস্করণ ‘স্নো হোয়াইট’। নির্মাণ বাজেট প্রায় ২৭ কোটি ডলার। মার্ক ওয়েবের পরিচালনায় এতে অভিনয় করেছেন র‌্যাচেল জেলগার, গাল গ্যাদত। মুক্তি পাবে ২১ মার্চ।

আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি

‘বার্বি’র পর মার্গো রবির নতুন ছবি। রোমান্টিক ঘরানার ছবিটির চিত্রায়ণ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে, ক্যালিফোর্নিয়ায়। বাজেট প্রায় পাঁচ কোটি ডলার। কঙ্গোনাদার পরিচালনায় এতে অভিনয় করেছেন মার্গো রবি, কলিন ফ্যারেল। মুক্তি পাবে ৯ মে।

মিশন : ইমপসিবল – দ্য ফাইনাল রিকনিং

টম ক্রুজ অভিনীত বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি    ‘মিশন : ইমপসিবল’-এর অষ্টম ও শেষ কিস্তি। ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজির দুটি ছবির ঘোষণা একসঙ্গে দেওয়া হয়। ‘মিশন : ইমপসিবল—ডেড রিকনিং’ মুক্তি পেয়েছে ২০২৩-এ। সেটারই সিক্যুয়াল এটি। বাজেট ৪০ কোটি ডলার। ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এতে অভিনয় করেছেন টম ক্রুজ, হাইলি অ্যাটওয়েল। মুক্তি পাবে ২৩ মে।

এফ ১

এই স্পোর্টস-অ্যাকশন ড্রামার প্রেক্ষাপট রেসিংয়ের শীর্ষ প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান। গল্প এগিয়েছে সনি হায়েসকে (ব্র্যাড পিট) ঘিরে, যে দুর্ঘটনার শিকার হয়ে রেস থেকে অবসর নেয়। ঘটনাক্রমে সে ফিরে আসে। নির্মাণ ব্যয় ৩০ কোটি ডলার জোসেফ কসিনস্কির পরিচালনায় এতে অভিনয় করেছেন ব্র্যাড পিট, ড্যামসন ইড্রিস। মুক্তি পাবে ২৭ জুন।

জুরাসিক ওয়ার্ল্ড : রিবার্থ

‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’-এর পরের ঘটনায় এগিয়েছে এর গল্প। গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় শুটিং। নির্মাণ ব্যয় ২৬ কোটি ৫০ লাখ ডলার। গ্যারেথ এডওয়ার্ড-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জনাথন বেইলি। মুক্তি পাবে ২ জুলাই।

সুপারম্যান

ডিসি কমিকসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘সুপারম্যান’ নিয়ে বহু ছবি হয়েছে। অনেকেই পর্দায় সুপারম্যান হয়েছেন। ২০১৩ থেকে চরিত্রটি হেনরি কাভিলের নামের সঙ্গে সমার্থক। এবার নতুন সুপারম্যান ডেভিড করেনসওয়েট। আলোচনা-সমালোচনা দুই-ই আছে। বাকিটা বোঝা যাবে মুক্তির পর। বাজেট ৩৬ কোটি ৩৮ লাখ ডলার। জেমস গানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট, র‌্যাচেল ব্রসনাহান, নিকোলাস হল্ট। মুক্তি পাবে ১১ জুলাই।

অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি আসবে বছরের শেষ প্রান্তে। ২০১৭ সালে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’-এর সঙ্গে এই ছবির শুটিং করেন ক্যামেরন। ‘অ্যাভাটার ৩’-এর বাজেট ২৫ কোটি ডলার। জেমস ক্যামেরনের পরিচালনায় এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট। মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker