বিনোদন

নতুন বছরে দর্শকের নজরে যে ১০ সিনেমা

বিদায় ২০২৪ সাল। আজ থেকে শুরু নতুন বছর। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে ২০২৫ কে। স্বাগত জানিয়েছে বিনোদন অঙ্গনও। গত বছরটা দেশের শোবিজ অঙ্গনের জন্য ছিল হতাশার এক বছর। বছরজুড়ে সাফল্যের দেখা মিলেছে হাতে গোনা। তাই নতুন বছরে সেই খরা কাটানোর প্রত্যাশায় শোবিজ অঙ্গন। এ বছর মুক্তির মিছিলে রয়েছে বেশকিছু সিনেমা।

এর মধ্যে কিছু  কাহিনীনির্ভর, আবার কিছু সিনেমা বাণিজ্যিক ঘরানার। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা। যার মধ্যে আলোচনা রয়েছে ১০টি ঘিরে। যেগুলো নিয়ে দর্শক প্রত্যাশাও বেশি।
চলুন একনজর দেখে নেয়া যাক যেসব সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ও দর্শক আলোচনায়।

বরবাদ: সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। তাঁদের সঙ্গে চমক হিসেবে থাকছেন টলিউডের যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

নীলচক্র: ক্রাইম ঘরানার এ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সংগীতশিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাঁকে চলচ্চিত্রে দেখতে পাবেন। নীলচক্র’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান।

পিনিক: প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

দাগী: ‘সুড়ঙ্গ’র পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রটি এ বছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে।

সাবা: এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হয়নি।

মধ্যবিত্ত: সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানভীর হাসান। নাট্যধর্মী গল্পে নির্মিত এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি প্রমুখ। আগামী ৩ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঘুমপরী: ভালোবাসা আর মায়ায় জড়ানো গল্পে জুটি বাঁধলেন প্রীতম হাসান ও তানজিন তিশা। প্রথমবার পর্দায় একসঙ্গে অভিনয় তাঁদের। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

হাউ সুইট: নাচে-গানে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘হাউ সুইট’। এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ওয়েব ফিল্ম ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

ঠিকানা বাংলাদেশ: আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকন প্রমুখ। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথমে এর নাম ‘ফুটবল ৭১’ ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে ‘ঠিকানা বাংলাদেশ’ করা হয়েছে।

রিকশা গার্ল: অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এর বাইরে নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে সানী সানোয়ার পরিচালিত ও আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ অভিনীত ‘এশা মার্ডার’, রায়হান রাফী পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত ‘নূর’সহ বেশ কিছু আলোচিত সিনেমা।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker