রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার
আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। আর এই গুঞ্জনের শুরু হয় প্রায় এক বছর আগে থেকেই। রাফসানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ পেলেই সামনে আসে জেফারের সঙ্গে তার প্রেমের বিষয়টি। এমনকি সে সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান।
যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার। সম্প্রতি থাইল্যান্ডে একসঙ্গে দেখা গেছে দুজনকে। গত ১৫ নভেম্বর থাইল্যান্ডে দুইজনকে একান্তে সময় কাটাতে দেখা যায়। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তবে এবার জেফার কথা বললেন এই গুঞ্জন নিয়ে।
সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জেফার বলেন, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই। কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।
এ বিষয়ে জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিচ্ছে আগে থেকেই। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।’
আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।’ জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।