‘জজ ব্যারিস্টার সিনেমার টাকা দিয়ে হোটেল ৭১ কিনেছি’
জর্জ ব্যারিস্টার ছবির টাকা দিয়ে আমি এই জায়গাটা ক্রয় করেছি এমনটাই মন্তব্য করেছেন ৭১ হোটেলের মালিক এবং জজ ব্যারিস্টার ছবির পরিচালক। তিনি বলেন ছবি করার জন্য আপনার মন-মানসিকতা থাকতে হবে, তা না হলে কোন ধরনের ছবি তৈরি করা যায় না।
পরিচালক বলেন আমার দুটি সিনেমা হল বর্তমানে সচল রয়েছে। যখন ভালো ভালো সিনেমা হয় তখন আমি ঐভাবে সিনেমা হল গুলোতে প্রদর্শনের ব্যবস্থা করি।
পরিচালক আরো জানান সরকারের সাথে আমরা কথা বলব যদি আলোচনায় সমাধান আসে তাহলে আমরা সিনেমা হল চালু রাখবো। অন্যথায় হল গুলোতে কমিউনিটি সেন্টার তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি জানান যদি সে কমিউনিটি সেন্টার স্থাপন করেন সেক্ষেত্রে তার আয় দ্বিগুণ হবে কিন্তু সে সিনেমা বা চলচ্চিত্র কে ভালোবাসে বিধায় ব্যবসায় মাশুল গুনে হলেও সেটি সচল রেখেছেন।
পরিচালক জানান বছরের দু একটা সিনেমা প্রদর্শন করে আমার খরচ উঠে আসা সম্ভব হয় না। আমি মাশুল গুনেই সিনেমা হল গুলো সচল রেখেছি।