বিনোদনরংপুর

এলো উপদেষ্টা ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’ প্রথম ঝলক

প্রায় দেড় দশক আগে  টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’ প্রচারিত হয়েছিল। ওই সময়ই তুমুল জনপ্রিয় হয় এটি। ২০০৭-০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসংগতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক নির্মাণ করে আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।

গতকাল ৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স্যাটায়ার ৮৪০-এর অফিশিয়াল ট্রেইলার। আর ট্রেইলার রিলিজের পরপরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্যে দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখের।

ট্রেইলার ঘিরে ‘৪২০’ ভক্তসহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিয়েছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরো কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যই জানতে চাইছেন দর্শকরা।

এ ছাড়া ট্রেইলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় এক বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল? 

এসব প্রশ্নের উত্তর ও রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকী নিজেই। ‘৮৪০’-এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন- “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি

যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!”

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker