বিনোদনরংপুর

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’খ্যাত শিল্পী রেহান, পাত্রী কে?

ছয় বছর আগে প্রকাশ পেয়েছিল  ‘বাজে স্বভাব’ শিরোনামের গান। গানটি ওই সময় তুমুল জনপ্রিয় হয়। একই সঙ্গে শ্রোতাদের প্রিয় হয়ে ওঠেন শিল্পী রেহান রাসুল। নিজের লেখা ও সুর করা এই গানটি দিয়ে বেশ অল্প সময়েই দর্শকমহলে নিজের জায়গা করে নেন তিনি।

‘আমার এই বাজে স্বভাব’-এর পর আরো অনেক গানে কাজ করলেও সেগুলো আর ‘বাজে স্বভাব’ গানের জায়গাতে আসতে পারেনি। তবে তার মধ্যে অধিকাংশ গানেরই শ্রোতাপ্রিয়তা রয়েছে। এমনকি তার গানের কথা ও সুর – প্রায় সব কিছুরই যথেষ্ট প্রশংসা রয়েছে। এবার গান দিয়ে নয়, নিজের বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন রেহান।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন রেহান। ছবিতে দেখা যায়, পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’

রেহানের দেওয়া এমন হুট করে দেওয়া বিয়ের খবরে অনেকটাই চমকে গেছেন তার অনুরাগীরা।

একজন অভিনন্দন জানিয়ে লিখেছেন, বাজে স্বভাব ছেলের কাছে লাল টুকটুক বউয়ের সমর্পণ! আরেকজন লিখেছেন, ‘সত্যিই চমকে গেলাম, কেমনে কী!

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে রেহান রাসুল বলেন, ‘সবাইকে বলে আসছি বিয়ে করব না। এমন মানুষ পাব, কখনো চিন্তাও করিনি। আমাকে সবাই যেভাবে চেনে-বাজে স্বভাব, ছন্নছাড়া, মুখের ওপর কথা বলে দেওয়া ছেলেটা, এই মানুষটাকে সে ভালোবাসে।’

জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। ২০১৬ সালে পরিচয় তাদের।

এর মাঝে এক লম্বা গল্প। একসাথে একটি রেডিওতে কাজ করতেন তারা। তখন অবশ্য তারা বন্ধু। ২০২৩ সালে একে অপরের যোগাযোগ বাড়ে, এরপর ২০২৪ সালে প্রেম শুরু করেন তারা। এরই এক ফাঁকে বিয়ে করে নেন এই শিল্পী। সাদিয়া ইসলাম লেখালেখি করেন। পাশাপাশি এজেন্সিতে জব করেন। তার লেখা বেশ কয়েকটি বই রয়েছে

এদিকে বর্তমানে গান নিয়ে ব্যস্ত রয়েছেন রেহান। তার নতুন গান প্রকাশ হওয়ার কথা রয়েছে শিগগিরই। তবে শুধু ‘বাজে স্বভাব’ গান নয়, ঢাকাই সিনেমায় আবহ সংগীতশিল্পী হিসেবে কাজ করেও আলোচনায় এসেছেন তিনি।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker