বিনোদনরংপুর

এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক মম

টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে একজন ব্যক্তিত্বময়ী অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। গড়পড়তা গল্প-চরিত্রের চেয়ে অভিনয়ের পরিসর আছে- এমনই গল্প খোঁজেন তিনি। জাকীয়া বারী মম’র এ চেষ্টাই তাকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবার ভিন্নধর্মী আরেকটি নাটকে কাজ শুরু করলেন মম।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন মম।

নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি।

তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।

নির্মাতা বলেন, ‘এ ধরনের কোনো মর্মান্তিক ঘটনা নিয়ে কাজ করতে গেলে আমাদেরও পুরো শুটিং সময়টা সে আবহের মধ্য দিয়েই যেতে হয়। কারণ গল্পটা যেমন পরিচালককে ধারণ করতে হয়, তেমনি অভিনয়শিল্পীদেরও। এর প্রভাব সবার মনোজগতে পড়ে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker