গত বছর ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। অ্যাকশনে ভরপুর সিনেমাটি ঝড় তুলেছিল বক্স অফিসে। প্রথমবার দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারার সঙ্গে শাহরুখের রসায়ন উপভোগ করেছিলেন দর্শক। এতে আরো আছেন দীপিকা পাড়ুকোন ও বিজয় সেতুপাতি।
এক বছর পর আবারও ‘জওয়ান’ চর্চায় শাহরুখভক্তরা। এবার জাপানে পর্দা কাঁপাবে শাহরুখের জওয়ান।
২৯ নভেম্বর জাপানে মুক্তি পেয়েছে শাহরুখ ‘জওয়ান।’ যা নিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
টুইন ডিস্ট্রিবিউশনের অধীনে জাপানের বাজারে প্রবেশ করেছে জওয়ান। অ্যাটলি এবং শাহরুখের ‘জওয়ান’ একটি ম্যাসিভ হিট ছিল, যা ভারতে ৭৬১.৯৮ কোটি এবং আন্তর্জাতিক বাজারে ৩৮৬.৩৪ কোটি আয় করেছে। সিনেমাটির মোট আয় বর্তমানে ১১৪৮.৩২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যসূত্রে জানা যায়, জাপানে সিনেমাটির জন্য অ্যাডভান্সড বুকিং শুরু হয়েছিল ২০২৪ সালের ৫ জুলাই, মুক্তির চার মাস আগে, যা ভক্তদের মধ্যে উচ্চ প্রত্যাশাকে প্রতিফলিত করে। এদিকে খবর আসছে, মুক্তির দিনে ১৯৬০ টিকিট বিক্রি হয়েছে।
আপাতত হিসেবে ভারতীয় ছবির জাপানের বক্স অফিসের ফুট ফল রাখার অঙ্ক হিসেব করলে, রয়েছে শাহরুখের সিনেমা পাঁচ নম্বরে।
২০২৩ সালে বক্স অফিসে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ৩টি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। জানুয়ারিতে পাঠান বিশ্বব্যাপী আয় মিলিয়ে ১০০০ কোটির ঘরে প্রবেশ করে। আর সেই বছরের দ্বিতীয় রিলিজ ছিল জাওয়ান। অদেখা অবতারে সামনে এসেছিলেন কিং খান।