পরী-রাজের কেমেস্ট্রি বিনোদন অঙ্গনে হটকেক। পরী-রাজ দুজনেই আলোচনায় থাকতেও ভালোবাসেন। পরীভক্তরাও মুখিয়ে থাকেন-পরীমনি কী বলছে? কোথায় যাচ্ছেন? বিশ্ব নারী দিবসে পরীমণি ব্যস্ত রয়েছেন ঢাকার অদূরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার সেটে। অন্যদিকে রাজ বেশ উদগ্রীব হয়ে আছেন। তাদের প্রথম ছবি ‘গুণিন’ মুক্তির তারিখ (১১ মার্চ) পেয়ে।
আজ বিশ্ব নারী দিবস। দিনটিতে পরীকে উদ্দেশ্য করে রাজ জানালো মনের কিছু কথা। যেটা শুনে বিগলিত হলেন পরীও।
৮ মার্চ সোশ্যাল হ্যান্ডেলে রাজ পরীকে লিখেন, ‘তুমি অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছো এবং সেটাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছো। শুধু তাই নয়, হাসির মাধ্যমে তুমি হৃদয়ের কষ্টগুলো লুকিয়েছ আমার কাছ থেকে। তুমি সত্যিকারের একজন শক্তিমান নারী। যেমনটা সচরাচর দেখা যায় না। আমার জীবন এতটা সুন্দর হতো না, যদি না তোমাকে পাওয়া হতো। হ্যাপি ওমেন্স ডে মাই লেডি।’
শরিফুল রাজের এমন শুভেচ্ছা বার্তার জবাব দিলেন পরীও। পরী তার ভালোবাসার জন রাজের উদ্দেশে লেখেন- ‘অনেক সম্মানিত করেছো তুমি। অনেক ভালোবেসেছ। আমি কৃতজ্ঞ তোমার হৃদয়ের কাছে। আমার জীবনের পূর্ণতা তুমি।’
পরীর এমন উত্তরের বিপরীতে কিছুটা মজা করলেন রাজ। পরীকে বললেন, ‘আপনি তো দারুণ কবিও বটে!’
২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তারা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.