ব্যাচেলর পয়েন্টের অন্তরা এখন সবার প্রিয়: ফারিয়া
তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ এরইমধ্যে তিনটি সিজন শেষ হয়েছে নাটকটির। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সিজনের জন্য। অবশেষে জানা গেল আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।
গত রোববার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এসেছে। ফ্রুটিকা নিবেদিত নাটকটি দেখা যাবে বাংলাভিশনে। প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৮টা ২৫ মিনিটে নাটকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে।
কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটিতে সিজন ৩ থেকে যুক্ত হয়েছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। তাকে নাটকে দেখা যায় নোয়াখালীর মেয়ে অন্তরা চরিত্রে। এরইমধ্যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি। যা নিয়ে আনন্দের সীমা নেই ফারিয়ার। আবার নতুন সিজন শুরু হতে যাচ্ছে। এ নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।
তিনি বলেন, ‘আসলে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ আনন্দ হচ্ছে। সিজন ৩ শেষ হওয়ার পর দেশে-বিদেশে যেখানেই গিয়েছি সবখানেই একটা প্রশ্ন, ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ কবে আসবে? অবশেষে ১১ মার্চ থেকে নতুন সিজন আসতে চলেছে। এজন্য খুব আনন্দ হচ্ছে।’
নাটকে নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে ফারিয়া বলেন, ‘এই নাটকটি মাইলফলক। আমরা ছোটবেলায় নব্বই দশকের অনেক নাটক নিয়ে ক্রেজ দেখেছি। সেগুলোর আকাশ ছোঁয়া সাফল্য দেখেছি। সেই আমেজের একটি নাটকে নিজে কাজ করতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। পরিচালক কাজল আরেফিন অমিসহ নাটকের পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। এই নাটক আমার ক্যারিয়ারে ইউটার্ন এনেছে। যখন মডেল হিসেবে যাত্রা শুরু করি তখন অনেক কাজ করতাম। মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছিল। সেটা কমিয়ে দিয়ে আবারও নিয়মিত হতে পেরেছে ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য। আমার চরিত্রটি ভীষণভাবে গ্রহণ করেছেন দর্শক, এজন্যই সব সম্ভব। আশা করছি নতুন সিজনেও সবার মন জয় করে অন্তরা।’
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে মজার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘প্রচুর মজার অভিজ্ঞতা আছে। যেমন ফারিয়া নামটি আড়ালে গিয়ে আমাকে সবাই অন্তরা নামে ডাকছে। প্রায়ই পথেঘাটেও মধুর অভিজ্ঞতা দেয় এই চরিত্রটি। একবার কয়েকজন মিলে উবারে চড়লাম। নামার পর চালক ভাড়া নিতে চান না। তিনি অন্তরাকে চোখের সামনে দেখেছেন, এটাই নাকি তার জন্য অনেক শান্তির। এইসব অভিজ্ঞতা একজন শিল্পী হিসেবে আমার জন্যও শান্তির।’