কলকাতার আলোচিত নায়ক যশ দাসগুপ্তর সঙ্গে ঢাকাই নুসরাতের প্রথম ছবি ‘রকস্টার’। ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয় ছবিটির শুটিং। ৫ মার্চ নুসরাত জানালেন শেষের খবর।
টানা ১৫ দিন শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ দ্রুত শেষ করেন নির্মাতা অংশুমান প্রত্যুষ।
কাজটি করে বেশ স্বস্তিতে নুসরাত। বললেন, ‘টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর রবিবার (৬ মার্চ) ঢাকায় ফিরছি। এটাও বড় আনন্দ।’
ছবিটির মাধ্যমে বিরতির পর আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। প্রযোজনা করছে বাংলাদেশের এসপি ইন্টারন্যাশনাল। তারা জানায়, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তির সম্ভাবনা রয়েছে।
নুসরাত জানান, ছবিটি রোমান্টিক-থ্রিলার ঘরানার। এর বেশি এখনই কিছু বলতে নারাজ।
অন্যদিকে এই ছবির ইউনিটে যুক্ত হওয়ার আগে নুসরাত ফারিয়া শেষ করেছেন অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্র।
উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। মাঝে কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
ফারিয়াকে ঢালিউডে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.